নিয়োগের এক মাস ২৬ দিনের মাথায় চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। তাকে ঢাকার মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর তার জায়গায় অর্থাৎ চট্টগ্রামের মহানগর দায়রা জজ হিসেবে নতুন করে নিয়োগ পেয়েছেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এর বিচারক মো. সাইফুল ইসলাম। গতকাল রাতে নিয়োগ সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
বদলিকৃত কর্মস্থলে অবিলম্বে যোগদানের নির্দেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে। এর আগে গত ২৯ আগস্ট চট্টগ্রামের মহানগর দায়রা জজ হিসাবে মো. জাকির হোসেন নিয়োগ পান। তখন চট্টগ্রাম জুডিসিয়ারির আরো বেশ কিছু আদালতে নতুন বিচারক নিয়োগ দেওয়া হয়েছিল। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক) আজাদীকে বলেন, মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন চমৎকার একজন বিচারক। বার ও বেঞ্চের জন্য এমন বিচারকই প্রয়োজন। কিন্তু আমরা তাকে হারিয়ে ফেলেছি। আইন মন্ত্রণালয় ওনাকে বদলি করেছেন। নতুন করে একজন বিচারককে মহানগর দায়রা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করছি, তিনিও চমৎকার একজন বিচারক হবেন।