চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার এক বিশেষ সাধারণ সভা গতকাল ৬ নভেম্বর বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সংস্থার সভাপতি হাসিব আজিজ। সভার শুরুতে সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খানের শূণ্য পদে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়া সহ সভাপতি হিসেবে মীর্জা সালমান ইস্পাহানী, ওসমান গনি মনসুর,ইবাদুল হক লুলু, মমতাজুল হক রুক্কু, এবং সিএমপির সকল উপকমিশনার বৃন্দ পদাধিকার বলে সহ সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত হন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তৈয়বুর রহমান, নিয়াজ মোহাম্মদ খান ও ফরিদ আহমেদ বাবুকে মনোনিত করা হয়। এতে আরও নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হন অধ্যাপক সুমন বড়ুয়া, সেকান্দর কবির, আলী তারেক পারভেজ, মো. আবদুল হাই জাহাঙ্গীর, রুশু মাহমুদ, মিনহাজ উদ্দিন আহমদ, আবু নাছের মোহাম্মদ ওয়াহিদ দুলাল, অধ্যাপক জাহেদুর রহমান জাহিদ, ড. ইসতিয়াক আজিজ খান, মনোতোষ ঘোষ, শাকিল আবেদীন চৌধুরী, মাহাবুবুল আলম মুকুল, এনামুল হক চৌধুরী, সিরাজুল হক খান,নাসির মিয়া, দেবাশীষ বড়ুয়া দেবু, মনোরঞ্জন সাহা, রাকিব মাহামুদ, এম এ মুসা বাবলু, মোহাম্মদ মারুফ, আবদুল গফুর পন্টি, একেএম আবদুল হান্নান আকবর, কাউছার মিঞ্জা, ফরিদা বেগম, নওশাদ আলম চৌধুরী, মুহাম্মদ শাহজাহান, শাহনেওয়াজ রিটন প্রমুখ। প্রফেসর শায়েস্তা খান এর পরিবারের সদস্য পুত্র ডা. ইশতিয়াক আজিজ খান, কন্যা ফারজানা জেসমিন আক্তার ও তাঁর ছোট ভাই এনসিসি ব্যাংকের অবসরপ্রাপ্ত উপব্যবস্থাপনা পরিচালক মোহাব্বত খান সংস্থার আর্থিক তহবিল তথা এফডিআর ও ব্যাংক তহবিলের দলিলপত্র হস্তান্তর করেন। সভাপতি তাঁর বক্তব্যে সংস্থার কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া, প্রতিভার স্ফুরণ ও নতুন প্রজন্মের সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশে ফুটবল, ক্রিকেট ও হ্যান্ডবল টুর্ণামেন্ট পরিচালনার জন্য শীঘ্রই ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, উপ–পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ–পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), সহ সিএমপি’র বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ।












