চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি ও সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের এক অফিস আদেশে ২০২২-২০২৩ সালের জন্য সংস্থার ক্রিকেট কমিটি গঠন হয়েছে। নবাগত চেয়ারম্যান হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারীশ এবং সাবেক ক্রিকেটার ফরিদ আহমদ সম্পাদক মনোনিত হয়েছেন।
কমিটির নবাগত ভাইস-চেয়ারম্যান হয়েছেন ওসমান গণি মনসুর, সৈয়দ জিয়াউর হক, অধ্যাপক যাহেদুর রহমান এবং নবাগত যুগ্ম সম্পাদক শাহ পরান নিশান। নতুন সদস্য হয়েছেন জহির উদ্দিন, আইনুল কবির জিতু, শাহ নেওয়াজ জামান, জসিম উদ্দিন আরমান এবং এই কমিটিতে বহাল আছেন সদস্য সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্থা খান, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, আশীষ ভদ্র, ইবাদুল হক লুলু, কমিটির ভাইস চেয়ারম্যান কায়সার মির্জা, আব্দুল হাই জাহাঙ্গীর, আলী তারেক পারভেজ, সিরাজুল হক খান এবং সংস্থার নির্বাহী কমিটির সদস্য তৈয়বুর রহমান, মিনহাজ উদ্দিন আহমেদ, মমতাজুল হক রুক্কু, শামীম আজাদ খোকন, মনোরঞ্জন সাহা, কমিটির যুগ্ম সম্পদক, মো. মনজুরুল ইসলাম তালুকদার মিন্টু, ওয়ালিউল আবেদীন শাকিল চৌধুরী, আব্দুল গফুর পন্টি। এই কমিটির সদস্য আব্দুল্লাহ আলম মামুন, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স), এম. এম মুছা বাবলু, সম্পাদক চট্টগ্রাম আম্পায়ার্স এসোসিয়েশন, নওশাদ আলম চৌধুরী, তপন দত্ত, সাইফুল্লাহ চৌধুরী, ইমরুল হায়দার রিপন, মাহাবুবুল আলম মুকুল, সাইফুল্লাহ মনছুর, আদিল কবির, সাইদুর রহমান সুমন, ইয়াছিন আরাফাত। প্রেস বিজ্ঞপ্তি।