চট্টগ্রাম ভিত্তিক ব্যবসা খাতসমূহে কোভিডের প্রভাব শীর্ষক সভা

| মঙ্গলবার , ১৫ ডিসেম্বর, ২০২০ at ৬:১৯ পূর্বাহ্ণ

‘চট্টগ্রাম ভিত্তিক ব্যবসা খাতসমূহের উপর কোভিডের প্রভাব’ শীর্ষক গবেষণাধর্মী একটি আলোচনা সভা গত ১৩ ডিসেম্বর নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের তৈরি পোশাক, নির্মাণ, বন্দর, রেস্টুরেন্ট, পরিবহণ, এবং স্বাস্থ্য ও ডায়াগনস্টিক খাতসমূহে কোভিডের সামগ্রিক প্রভাব নিয়ে আলোচনা হয়। বিলসের পৃষ্ঠপোষকতায় পরিচালিত গবেষণা কর্মটির প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক ড. এম এ বাকী খালীলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চবির ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নঈম হাছান চৌধুরী ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ জাপান বড়ুয়া। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধজুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে হুইল চেয়ার ও প্রতিবন্ধী ভাতা বিতরণ