চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানপদ জীবন সদস্য এবং সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, চট্টগ্রাম ভালো কাজ করার একটি আদর্শ জায়গা। এখানে কাজ করার ভালো পরিবেশ রয়েছে। এখানে কেউ কাজ করতে না পারলে আমি মনে করি, আর কোথাও কাজ করতে পারবে না।গত দুই বছর আমি চট্টগ্রাম মহানগরীর আইন–শৃঙ্খলা রক্ষায় কাজ করেছি। সামগ্রিক মূল্যায়নের দায়িত্ব আপনাদের। আমি জনকল্যাণমুখী কাজ করার চেষ্টা করেছি। এমন সিদ্ধান্ত দিয়েছি যাতে বেশিরভাগ মানুষের উপকার হয়। তিনি গত শনিবার বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
কৃষ্ণ পদ রায় আরো বলেন, চট্টগ্রামে পুলিশ এবং সাংবাদিকের পারস্পরিক মেলবন্ধন সৃষ্টি করে কাজ করার চেষ্টা করেছি। আজকের এই আয়োজনে আমি অনেক সম্মানিত বোধ করছি। সাংবাদিকতা দিয়েই যেহেতু আমার পেশা শুরু হয়েছে, তাই সাংবাদিকদের সাথে রয়েছে আমার আত্মিক সম্পর্ক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ–সভাপতি চৌধুরী ফরিদ, ডিসি (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল মান্নান মিয়া, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী এবং আসিফ সিরাজ। শুরুতে কৃষ্ণ পদ রায়কে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান এবং উত্তরীয় পরিয়ে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিভা, লিজা, কান্তা দে এবং সুবল বড়ুয়া।