মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড়সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ)-এর নির্বাহী সদস্য জসীম আহমেদ। চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক আহমেদ আশফাকুর রহমানের সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. এস এম ইশতিয়াক উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম,ফুটবল কমিটির সিনিয়র কো–চেয়ারম্যান শিহাব মালেক, কো–চেয়ারম্যান এ্যাডভোকেট মোহাম্মদ আবছারুল হক, ইঞ্জি. এস. এ. এম তৌফিকুল আলম, মো. আমজাদুল আহসান, খন্দকার তারিকুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ আয়াজ ইসলাম চৌধুরী, যুগ্ম–সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ ইমরান হাসান অভি, সফিউল হোসাইন চৌধুরী, মো. নাসির উদ্দিন, সদস্য ইঞ্জি. মোহাম্মদ সাহিদুজ্জামান কিরন, ফয়সাল মাহমুদ, মো. সাদ উদ্দীন চৌধুরী, দলের কোচ নাজিম উদ্দিন নাজু, সহকারী কোচ শওকত খান এবং টিম ম্যানেজার মো. ইফতিয়ার উদ্দিন সুমন। বক্তারা দলের খেলোয়াড়দের মানোন্নয়ন, কৌশলগত প্রস্তুতি এবং লক্ষ্য সম্পর্কে বক্তব্য দেন। তারা আশা প্রকাশ করেন, নতুন মৌসুমে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরবে। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে সকল খেলোয়াড়দের খেলোয়াড়ী মনোভাব নিয়ে খেলতে বলেন। এছাড়াও তিনি নিয়মিত অনুশীলনের গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে কোচ এবং সকল খেলোয়াড়দের মান ধরে রাখার জন্যে ব্যবস্থা নিতে বলেন। তিনি খেলোয়াড়দের সুষ্ঠু ও সুন্দর খেলা উপহার দেওয়ার আহবান জানান।












