চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কার্যালয়ে এক সভা গত ১৬ সেপ্টেম্বর ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম। এতে ক্লাবের বিভিন্ন দিকনির্দেশনা এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার লক্ষ্যে একটি শক্তিশালী দল গঠন করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এতে বক্তব্য রাখেন ক্লাবের সহ–সভাপতি নজরুল ইসলাম লেদু,মাহফুজুর রহমান,লায়ন মোহাম্মদ আরশাদ উর রহমান,ফরিদ উদ্দীন,সাজ্জাদ রনি,কফিল উদ্দীন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শাহাদাত সায়মনকে চেয়ারম্যান এবং আমাদুল আহসান আমজাদকে সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন :
এনামুল আজিজ লিটন (ভাইস চেয়ারম্যান), আবু বক্কর সিদ্দিক (ভাইস চেয়ারম্যান), জসিম আনোয়ার খান (ভাইস চেয়ারম্যান), আব্দুল মান্নান (ভাইস চেয়ারম্যান), ইউসুফ চৌধুরী (ভাইস চেয়ারম্যান)
শাহজাদা কাকী (জয়েন্ট সেক্রেটারি), জালাল উদ্দিন (জয়েন্ট সেক্রেটারি), তানভীর হায়দার (ফাইন্যান্স সেক্রেটারি)। সদস্যবৃন্দ মো. সাইফুদ্দিন,আবু হানিফ চম্পা, লেয়াকত আলী জসিম,সাজেদুল আলম চৌধুরী মিল্টন, জামাল উদ্দীন, আবুল হাসনাত আজাদ, শাহীদুর রহমান, আব্দুল ফরহাদ জ্যাকি, এস এম সোহেল।