চট্টগ্রাম বোর্ডের কোনো কেন্দ্রে ঝুঁকি নেই, রুটিন অনুযায়ী হবে এইচএসসি পরীক্ষা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

টানা বৃষ্টিতে বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে এতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে কোনো এইচএসসি পরীক্ষাকেন্দ্রে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা নেই। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব বিষয় নিশ্চিত করেছেন।

তিনি আজাদীকে বলেন, পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি ও ঝুঁকি পরিস্থিতি নিয়ে বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে যোগাযোগ করেছি। তারা সবাই জানিয়েছেন, তাদের জেলায় এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো পরীক্ষাকেন্দ্রে বন্যার কারণে ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, শুধু কুতুবদিয়াকে ঘিরে শুরুতে কিছুটা শঙ্কা ছিল। কারণ নিম্নাঞ্চল এলাকা হওয়ায় সামান্য জোয়ারেও পানি ঢোকার সম্ভাবনা থাকে। তবে এখন পর্যন্ত সেখানেও কোনো সমস্যা দেখা দেয়নি। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি, তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা যেমনপর্যাপ্ত আসনসংখ্যা, নিরাপত্তা, পানি স্বল্পতা নিরসন এবং যাতায়াত ব্যবস্থা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, শিক্ষার্থীরা যাতে নির্ভার মনে পরীক্ষায় অংশ নিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। অভিভাবকরাও আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সবধরনের পরিস্থিতি বিবেচনায় রেখে প্রস্তুত আছি।

এর আগে, গত ২৬ জুন সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবারে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৩০৭টি কলেজ থেকে এবার এক লাখ দুই হাজার ৯৭৫ জন পরীক্ষা দিচ্ছেন। লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট, ২১ আগস্ট শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ের দুর্গম পাহাড়ি ঝিরিপথে প্রাণ গেলো দুই শিক্ষার্থীর
পরবর্তী নিবন্ধএসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশ আজ যেভাবে জানবেন ফলাফল