চট্টগ্রাম বোট ক্লাব আয়োজিত সিবিসি মিনিবার ফুটবল টুর্নামেন্ট গত ৩ মে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ও জার্সি উন্মোচন করেন বানৌজা ঈসা খানের অধিনায়ক ও ক্লাবের এঙ–অফিসিও মেম্বার কর্ড ক্যাপ্টেন এম কিবরিয়া হক। চট্টগ্রাম বোট ক্লাবের স্পোর্টস সাব–কমিটির আহ্বায়ক ওমর ফারুক সিদ্দিকী (আবির), আমন্ত্রিত অতিথিগণসহ অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ব্রেভ ব্লুজ ১–০ গোলে ব্ল্যাক চিতাস এর বিপক্ষে জয়লাভ করে। এতে ম্যাচ সেরা নির্বাচিত হন ক্লাবের মেম্বার মো. আব্দুল হালিম। দিনের দ্বিতীয় ম্যাচে সিলভার ড্রাগনস ১–০ গোলে ইয়েলো ফ্ল্যামিংগোসকে হারায়। এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্লাবের মেম্বার পুত্র আশরাফুল ইসলাম জোহান। সিবিসি মিনিবার ফুটবল টুর্নামেন্টে ক্যাপ্টেন মো. মেজবাহ উদ্দিন সিলভার ড্রাগনস দলের, ক্যাপ্টেন কে এম মামুনুর রশীদ ইয়েলো ফ্ল্যামিংগোস দলের, কমান্ডার আল–ইমরান ব্রেভ ব্লুজ দলের, ক্যাপ্টেন মোহাম্মদ নুরুন্নবী খন্দকার ব্ল্যাক চিতাস দলের অধিনায়কত্ব করছেন। পরে প্রধান অতিথি ও স্পোর্টস কমিটির আহ্বায়ক ম্যাচ সেরাদের ম্যান অব দ্যা ম্যাচ ক্রেস্ট প্রদান করেন।