চট্টগ্রাম বোট ক্লাব আয়োজিত সিবিসি টি–টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী গত ৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল ও ক্লাবের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান। সিবিসি টি–টেন ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্পোর্টস সাব–কমিটির আহ্বায়ক ওমর এফ. সিদ্দিকী আবির ও স্পোর্টস সাব–কমিটির সদস্য ক্যাপ্টেন নাজমুল আলম। টুর্নামেন্টের ফাইনাল খেলায় রেজিং রাইনোস ৬৮ রানে থান্ডার ক্যাটসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচসহ ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও বেস্ট উইকেট টেইকার নির্বাচিত হন রেজিং রাইনোস টিমের খেলোয়াড় ক্যাপ্টেন এম নুরুন্নবী খন্দকার। এছাড়াও টুর্নামেন্টের সেরা রান সংগ্রহকারী নির্বাচিত হন লেঃ কমান্ডার তৌহিদুল ইসলাম।
উক্ত টুর্নামেন্টে ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও ম্যান অব দ্যা ফাইনাল ম্যাচ বিজয়ীর জন্য পুরস্কার ছিলো চট্টগ্রাম–ঢাকা–চট্টগ্রাম এর রাউন্ড এয়ার টিকেট। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ক্লাব সদস্যবৃন্দ, অংশগ্রহনকারী খেলোয়াড়বৃন্দসহ চট্টগ্রাম বোট ক্লাবের সেক্রেটারি উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের প্রাইজমানি ও ট্রফি প্রদান করেন।











