বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ–আঞ্চলিক পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ আদেশে দেন। এর আগে নগরীর ডবলমুরিং থানা পুলিশ মো. শরীফ মাহমুদকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, পুলিশ শরীফ মাহমুদকে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শরীফের জামিন চেয়ে তার আইনজীবী আবেদন করলে শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন। গত বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদের শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবনে মো. শরীফ মাহমুদকে অবরুদ্ধ করে রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের ৪ আগস্ট শরীফ মাহমুদের সই করা চিঠিতে কারফিউ জারি হয়েছিল। তাই তাকে আটক করতে হবে।
সূত্র জানায়, মো. শরীফ মাহমুদ প্রায় ১০ বছর তেজগাঁও–হাতিরঝিল থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা ছিলেন।