মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বিহঙ্গ আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুল মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমির চেয়ারম্যান ও বাগদাদ গ্রুপের এমডি তানভীর খাঁন। চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমির কো-চেয়ারম্যান আতাউল্ল্যা চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব নেয়ামত উল্ল্যা তৌহিদ ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক শাহজাহান আহমেদ সামীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাশেম গ্রুপের এমডি ও একাডেমির সি: কো-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিজিএম মোরশেদ হোসেন আজাদ, ধানসিঁড়ি ক্লাবের সভাপতি মো. আবু বকর ছিদ্দিক, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের এমডি লায়ন সালাউদ্দিন আলী, ক্রীড়া সংগঠক ফয়সাল খাঁন রতন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির সোলায়মান বাদশা, তোফায়েল আহমেদ রয়েল, শাহীন আহম্মদ, একাডেমির সমন্বয়কারী শেখ আলম রাজু, একাডেমির প্রধান কোচ তনয় বড়ুয়া, হামিদ হাসান, মো. আরিফ, ফারুক আলম, ফিরোজ আলম, শওকত হোসেন, নোমান আল করিম, মো. ফয়সাল, জাকারিয়া মনির, মো. সাদির, সাইফুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় শহীদ বরকত স্মৃতি ৪-৩ গোলে শহীদ সালাম স্মৃতিকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয় দলের গোলরক্ষক মো. নাঈম। অনূর্ধ্ব-১২ বয়সের খেলোয়াড়রা এতে অংশ নিচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।