সবুজ পাহাড়, বিপুল বৃক্ষরাজি আর জীববৈচিত্র্যে ভরপুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে ক্যাম্পাসের এই নান্দনিক সৌন্দর্য দিন দিন ধ্বংস হয়ে হচ্ছে গাছখেকো কিছু মহলের কারণে। গত চার বছরে ক্যাম্পাসের আশেপাশের এলাকা থেকে অন্তত সাত হাজার গাছ কাটা হয়। এমনকি গাছ পরিবহনের জন্য পাহাড় কেটে তৈরি করা হয় পাঁচ কিলোমিটার রাস্তা।
বর্তমানে ফাঁকা ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধন, অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা ঝুঁকিসহ নানা অজুহাতে এখনও কাটা হচ্ছে গাছ। সমপ্রতি বঙ্গবন্ধু উদ্যান, চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ও ব্যবসা প্রশাসন অনুষদ থেকে তরতাজা ৯ টি গাছ কাটা হয়েছে। গাছগুলো কাটার ফলে কেবল সৌন্দর্যহানিই হচ্ছে না বরং ক্যাম্পাসের পরিবেশও হুমকির মুখে পড়েছে। পৃথিবী যখন সামান্য অক্সিজেনের জন্য হাহাকর করছে তখন চবি প্রশাসনের এমন কর্মকাণ্ড সত্যি অবাক করার মতো। নির্বিচারে গাছ কাটার ফলে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্যও। বন্যপ্রাণীরা হারাচ্ছে তাদের আবাসস্থল। শিক্ষার্থীরা বারবার বৃক্ষনিধনের বিরুদ্ধে প্রতিবাদ করলেও তাতে কর্ণপাত করছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতি ধ্বংসের এই মহাযজ্ঞ বন্ধ করতে হবে।
মোঃ আশরাফুল ইসলাম, শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।