চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

| শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ আবু সাঈদ নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশনে তাকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়।

আটক মোহাম্মদ আবু সাঈদের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়। খবর বিডিনিউজের।

প্রক্টর হোসেন শহীদ সরওয়াদী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের কিছু শিক্ষার্থী তাদের বিভাগের নাম ভাঙিয়ে পরিচয় ব্যবহার করার অভিযোগে এক যুবককে আটক করেন। পরে তার আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় শিক্ষার্থীরা বিষয়টি আমাকে জানায়। খবর পেয়ে আমি এসে ওই যুবকের বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, তবে তিনি ফোন রিসিভ করেননি। পরে তার মায়ের সঙ্গে কথা বলা হলে, তার মায়ের কথার সঙ্গে তার কথাবার্তার কোনো মিল পাওয়া যায়নি। যেহেতু সে বহিরাগত, তাই পরিস্থিতি বিবেচনায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা
পরবর্তী নিবন্ধআজ মাইজভাণ্ডারী একাডেমির শিশু কিশোর সমাবেশ