চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিষদের উদ্যোগে প্রথম লেখক সম্মেলন আজ ও আগামীকাল (শুক্র ও শনিবার) থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আজ বিকেল ৪.৩০টায় সম্মেলন উদ্বোধন করবেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্্ইয়া আখতার। প্রফেসর ড. ওবায়দুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান আলোচক থাকবেন প্রফেসর ড. এ এফ ইমাম আলি, প্রফেসর ড. হায়াত হোসেন, প্রফেসর ড. মো. আবুল কাসেম, প্রফেসর ড. এম এ গফুর, প্রফেসর ড. আনোয়ারুল হক। সন্ধ্যা ৫.৩০ টায় থাকবে সেমিনার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাহিত্যচর্চা বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করবেন প্রফেসর ড. নুরুল আমিন। অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরার সভাপতিত্বে আলোচক থাকবেন ড. সেলিম জাহাঙ্গীর, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, খালেদ হামিদী, প্রফেসর ড. আহমেদ মাওলা, প্রফেসর ড. উদিতি দাশ সোমা, ড. শ্যামল কান্তি দত্ত, অধ্যাপক বিচিত্রা সেন, শাকিল আহমদ। সূচনা বক্তব্য দেবেন নিজামুল ইসলাম সরফী। এছাড়া সকাল সাড়ে ৯টায় থাকবে লেখক কর্মশালা। এতে আলোচক থাকবেন প্রফেসর ড. মোহীত উল আলম, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার ও সেলিম সোলায়মান। আগামীকাল শনিবার বিকেল ৫.৩০টায় থাকবে অনুবাদে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক জি এইচ হাবীবের সংবর্ধনা।
লেখক অভীক ওসমানের সভাপতিত্বে আলোচক থাকবেন প্রফেসর মুজিব রাহমান, প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, প্রফেসর ড. আদনান মান্নান, প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী, প্রফেসর ড. শারমিন মুস্তারী, অধ্যাপক মুহাম্মদ ইসহাক, অধ্যাপক কানিজ ফাতেমা, অধ্যাপক শাহনাজ সিঁথি, অধ্যাপক আলমগীর মোহাম্মদ। সন্ধ্যা ৬.৩০টা থাকবে লেখক কর্মশালার সনদ বিতরণ। প্রফেসর রীতা দত্তের সভাপতিত্বে আলোচক থাকবেন মুহাম্মদ মুজিবুর রহমান, প্রফেসর ড. মুন্সী আবু বকর, নাসের রহমান, কাজী রুনু বিলকিস, ড. শামসুদ্দিন শিশির, কায়েস চৌধুরী, অধ্যক্ষ শিমুল বড়ুয়া। এছাড়া দুদিনে তিন পর্বে থাকবে কবিতা পাঠ ও স্মৃতিচারণ। এতে সভাপতিত্ব করবেন প্রফেসর ড. প্রণব কুমার চৌধুরী, অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া ও অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী।
বক্তব্য রাখবেন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, সাইফুদ্দিন আহমদ সাকী, মারজিয়া খানম সিদ্দিকা, রোকেয়া হক, রেজাউল করিম স্বপন, রূপক কুমার রক্ষিত, মো. মাজহারুল হক, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, জসিম উদ্দিন খান, জিএম জহির উদ্দীন, নাজিমুদ্দীন শ্যামল, মুহাম্মদ মুসা খান, প্রফেসর রেজাউল করিম, প্রফেসর মোহাম্মদ জাভেদ হোসেন, প্রফেসর আলেক্স আলীম, প্রফেসর মোহাম্মদ হাসানুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











