চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থানা স্থাপনের দাবি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরস্থ হাটহাজারীবাসীদের সংগঠন হাটহাজারী সমিতি, চট্টগ্রাম হাটহাজারীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থানা নামের একটি নতুন থানা স্থাপনের দাবি জানিয়েছে।

সমিতির উপদেষ্টা প্রবীণ সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমীন, অ্যাডভোকেট কাজী সাইফুদ্দিন আহমেদ চৌধুরী, সহসভাপতি শফিউল আলম সোবহানী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহ্‌সান, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুল কাদের, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম সিদ্দিকী, কার্যকরী পরিষদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ এহতেশামুল হক, অ্যাডভোকেট জান্নাতুল নাঈম রুমানা, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, অ্যাডভোকেট হুমায়ূন কবির প্রমুখ এক যৌথ বিবৃতিতে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি নতুন থানা স্থাপন গুরুত্বপূর্ণ ও সময়ের দাবি। কারণ এটি ক্যাম্পাসের অভ্যন্তর এবং আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করবে, অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সাহায্য করবে এবং দ্রুত ভিকটিমদের উদ্ধার ও জরুরি সেবা প্রদানে সহায়তা করবে। নতুন থানা প্রতিষ্ঠা হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবে।

তারা বলেন, হাটহাজারী উপজেলার মোট আয়তন ২৪৬.৩২ বর্গকিলোমিটার এবং লোকসংখ্যা পাঁচ লক্ষাধিক। লক্ষাধিক পরিবারের বসবাস রয়েছে এই এলাকায়। পুরানো হাটহাজারী থানার পক্ষে এ বিস্তৃত এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে। বিদ্যমান হাটহাজারী থানা পুলিশের পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩০৪০ হাজার ছাত্রশিক্ষককর্মচারীসহ স্থানীয়দের জানমালের নিরাপত্তা দেয়া অসম্ভব হয়ে উঠেছে। ছাত্র সংগঠনের সংঘর্ষ, স্থানীয়দের সঙ্গে দ্বন্দ্ব, হঠাৎ সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে এলাকায় প্রায়ই উত্তেজনা তৈরি হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকা হাটহাজারী থানার আওতায় থাকলেও থানা বিশ্ববিদ্যালয় থেকে বেশ দূরে।

জরুরি মুহূর্তে দ্রুত পুলিশ মোতায়ন ও অভিযান পরিচালনা সম্ভব হয় না। বিশ্ববিদ্যালয়ের আলাদা থানা থাকলে দ্রুত প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সহজ হবে এবং হাটহাজারী থানার উপরও চাপ কমবে।

নেতৃবৃন্দ অবিলম্বে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে নতুন বিশ্ববিদ্যালয় থানা প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেন, যত দ্রুত নতুন থানা প্রতিষ্ঠা হবে, ততই এলাকার জন্য মঙ্গল হবে।

পূর্ববর্তী নিবন্ধরিহ্যাব রিজিওনাল কমিটি ও পরিবেশ অধিদপ্তর মহানগরের মতবিনিময়
পরবর্তী নিবন্ধজবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা