চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকার ২ নম্বর গেইট বাজার থেকে পূর্বদিকে রেলগেইট পর্যন্ত সড়কের উভয় পাশে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রবিবার (৩১ আগস্ট) দুপুর ২টা থেকে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ২ নম্বর গেইট এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও আক্রমণাত্মক অবস্থায় থাকায় জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, এই সময়ে উল্লিখিত এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রিত হওয়া, সভা-সমাবেশ, বিক্ষোভ, মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য বা আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।