চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। চবি কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার গতকাল ১০ ফেব্রুয়ারি সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ–উপাচর্য (প্রশাসন) ও ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। চবি অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপ্যাল অফিস চট্টগ্রাম এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবদুর রহিম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম। চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক ও মার্চপাস্ট অধিনায়ক আবদুল্লাহ আল আসাদ এর নেতৃত্বে ক্রীড়াবিদদের মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। মার্চপাস্টে সমিতির পতাকা বহন করেন সেকশন অফিসার মো. আবদুর রহিম। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন সহকারী হিসাব নিয়ামক ভূপাল কৃষ্ণ রুদ্র। বিচারকদের পক্ষে চবি চীফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব ও ক্রীড়াবিদদের পক্ষে মো. আবদুর রহিমকে শপথবাক্য পাঠ করান উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি শারীরিক শিক্ষা বিভাগের উপ–পরিচালক মো. রাশেদ বিন আমিন চৌধুরী। পরে দুপুরে চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।