চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজাদী মঞ্চের ভিন্নধর্মী আয়োজন

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৪ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজাদী মঞ্চের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুরণন সঙ্গীত একাডেমি, কর্ণফুলি থিয়েটার ও চট্টলা গানের দলসহ আজাদী মঞ্চের শিল্পীদের অংশগ্রহণে চলে এ অনুষ্ঠান।

এতে কাওয়ালি গান, অভিনয়, কবিতা আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা।

চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আউয়াল ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. শাহাদাত হোসাইন সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজকরা জানান, এই কাওয়ালি মুসলিম কবিদের হাজার বছরের ইতিহাস বহন করে। বাঙালি মুসলিম কবিরা অজস্র কবিতা ও গান রচনা করেছেন। এ সকল কিছুই আমাদের সমাজের প্রাণ। এই প্রাণকে জাগিয়ে তোলার জন্যই আজাদী মঞ্চের এই কাওয়ালি সন্ধ্যা।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে আগুনে পুড়ে ছয় বসতঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা