চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম সর্বত্র ছড়িয়ে দিতে হবে

চবি ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে উপাচার্য

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:২৩ পূর্বাহ্ণ

চবি উপাচার্য প্রফেসর ড. আবু তাহের বলেছেন, প্রাক্তনবর্তমান ছাত্রশিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম সর্বত্র ছড়িয়ে দিতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে চবি উপাচার্যউপাচার্যদের সম্মানে সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অ্যালামনাইগণ হলেন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র। তাদের কর্মকাণ্ড ও অর্জন বিশ্বের দরবারে শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি গুরুত্বারোপ করে নতুন দিকনির্দেশনা প্রদান করেছেন। হার্ভার্ড, ম্যাসাচুয়েটস্‌, অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা ও যুথবদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে চবির মানোন্নয়নে তিনি চবি ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সকল প্রাক্তনী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর মনসুর উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী, যুগ্ম সাধারণ সম্পাদক আছলাম মোরশেদ ও নির্বাহী পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন ইসলামের পরিচালনায় গতকাল সোমবার থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বলেন, আমাদের মনোভঙ্গি ও আন্তরিকতা যে কোনো সমস্যা সমাধান করতে পারে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চবি দর্শন বিভাগের প্রথম ব্যাচের ছাত্র এবং পরে শিক্ষক প্রফেসর ড. এম শফিকুল আলম। অ্যাডভোকেট মোসতাক আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মোস্তফা কামাল। সংবর্ধিত অতিথিদের জীবনালেখ্য উপস্থাপন করেন সহসভাপতি সংগীতশিল্পী আবদুল মান্নান রানা এবং ঢেমশা ইউপি চেয়ারম্যান এস এম মইন উদ্দিন আহমেদ চৌধুরী। বক্তব্য দেন, সহসভাপতি অধ্যক্ষ সজল কান্তি পাল, সাধারণ সম্পাদক মহসিন এম চৌধুরী, দপ্তর সম্পাদক প্রফেসর নীলুফার আকতার খুশি, আয়োজক কমিটির আহ্বায়ক জয়েন উদ্দিন বাবু, সদস্য সচিব ও অ্যাসোসিয়েশনের প্রকাশনা সম্পাদক ইসমাইল চৌধুরী। ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আকতার হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাকিয়া সুলতানা সাকি, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ দর্শন বিভাগের বিভাগীয় প্রধান শামসুন্নাহার শিল্পী, প্রভাষক লালন কান্তি দাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাইনুদ্দীন, মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চৌধুরী কেএনএম রিয়াদ এবং প্রথম ব্যাচের ছাত্রী শেলী রাণী দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে এভারেস্ট জয়ের গল্প শোনালেন বাবর আলী
পরবর্তী নিবন্ধ‘গোলাম মামুন’ আসছে