চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৫তম ব্যাচের অনুষ্ঠান ২৬ মে

| মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:৫০ পূর্বাহ্ণ

নগরীর রেডিসন ব্লুতে আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৫তম ব্যাচের মিলনমেলা। কর্মসূচির মধ্যে আছে কেক কাটা, আলোচনাসভা, স্মৃতিচারণ, মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।

আলোচনাসভায় প্রধান অতিথি থাকবেন চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, চবি অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

এতে নিবন্ধনকৃত সকল এলামনাইকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন চবি ২৫তম ব্যাচের সভাপতি নুর হোসাইন নিজামী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছয় জনের বিরুদ্ধে চবি ছাত্রলীগ সভাপতির মামলা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় শিক্ষকের মোটরসাইকেল চুরি