চট্টগ্রাম বিমান বন্দরে হজ্বযাত্রীদের হয়রানি না করার আহ্বান

হজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভা

| মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

হজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভা গত ৫ এপ্রিল স্টেশন রোডস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। চট্টগ্রাম বিমান বন্দর দিয়ে প্রায় ১০ হাজার হজযাত্রী সৌদি আরব গমন করবেন। এতে অনেক অনভিজ্ঞ হজযাত্রীর প্রতি বাংলাদেশ বিমানের সহযোগিতা অত্যাবশ্যক। যাতে প্রায় ৪০ দিনের সফরে ভারি লাগেজ নিয়ে হজযাত্রী বিমান বন্দরে পৌঁছলে বিমানের কর্মীরা যেনো সহযোগিতায় তৎপর থাকেন। সভায় হজ্বযাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানি করা না হয় সে আহ্বান জানানো হয়।

পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিম। সালেহ আহমেদ সুলেমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাড. আনোয়ারুল ইসলাম চৌধুরী, কাজী শাহাদাৎ হোসাইন, প্রফেসর ড. .কে.এম সাইফুদ্দীন, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, যাহেদুর রহমান যাহেদ, কাজী আরিফুল ইসলাম, মুহাম্মদ নাঈম নিমু, মুহাম্মদ ইসমাইল মানিক, কাজী শরিফুল ইসলাম, অ্যাড. নুরুল আলম চৌধুরী, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ ইদ্রিস, হারুনুর রশিদ, মেহের আলী চৌধুরী, কাজী শফিউল আলম, জাহেদ হোসাইন, মুহাম্মদ সেলিম উল্লাহ, .কে.এম সেলিম প্রমুখ। সভায় বক্তারা আগামী ১৯ এপ্রিল সকাল ৯টা থেকে স্টেশন রোডস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল সৈকতের হলরুমে হজ্বযাত্রী কল্যাণ পরিষদ আয়োজিত হজ্ব ও ওমরাহ যাত্রীর প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ আয়োজন এবং এ ফ্রি প্রশিক্ষণে হজ্ব ও ওমরাহকারীগণ যেন বেশী বেশী উপকৃত হয় সে ব্যাপারেও গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য বিষয়ে সচেতনতার উপর গুরুত্বারোপ