চট্টগ্রাম বিমান বন্দরে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার

| বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৪:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান থেকে ২ কেজি ৩৩০ গ্রাম (২৪ ক্যারেট) স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এসব স্বর্ণ উদ্ধার করে। এ সময় একজন যাত্রীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

আরও জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণের চালানটি বিমানবন্দর শুল্ক গোয়েন্দার নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় শুল্ক গোয়েন্দা কর্তৃক ফৌজদারী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে তদন্তের স্বার্থে আটককৃত ব্যক্তির পরিচয় গোপন রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ভেসে উঠল নিখোঁজ দুই তরুণের মৃতদেহ
পরবর্তী নিবন্ধমহান বিজয় দিবস উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভা