চট্টগ্রাম বিমানবন্দর থেকে মানবপাচারকারী আটক

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ২:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে এনএসআই টিমের গোপন তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে বিমানবন্দর হয়ে দুবাই যাবার সময় তাকে গ্রেপ্তার করা হয়। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

আটককৃত ইফতেখারুল আলম রনি ফেনী জেলার ফজিলপুর গ্রামের নুরের জামানের ছেলে। সে বাংলাদেশ এয়ারলাইন্সের BG-147 ফ্লাইট যোগে দুবাই যাওয়ার কথা ছিল।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে অস্ত্রসহ ১১ মামলার আসামি গ্রেফতার