চট্টগ্রাম বিমানবন্দরে ৭০ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৭০ লাখ টাকার স্বর্ণসহ দুবাই থেকে আসা দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) পৌনে ৯টার দিকে BG148 ফ্লাইটে ওই যাত্রীরা অবৈধভাবে স্বর্ণ নিয়ে বিমানবন্দরে এলে তাদের গ্রেপ্তার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন – চট্টগ্রাম রাউজান এলাকার মোহাম্মদ রায়হান এবং ঢাকা মিরপুর এলাকার অভিনেত্রী অনামিকা জুথী।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে BG148 ফ্লাইটে দুবাই থেকে আসা দুই যাত্রীকে ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ মূল্যের ২২ ক্যারেট স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মাদকসহ ৪ জন গ্রেপ্তার, মাইক্রো জব্দ
পরবর্তী নিবন্ধআগামী বছরই রাজনৈতিক সরকার দেখবেন : পরিকল্পনা উপদেষ্টা