চট্টগ্রাম বিমানবন্দরে ৩৮৭ হাজী নিয়ে ফিরতি ফ্লাইটের চাকা বিকল, বন্ধ বিমান ওঠানামা

অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়ে

| শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ১২:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মদিনা থেকে আগত হজ ফ্লাইট অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে পড়ে। এতে প্রায় দুই ঘণ্টা বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকে এবং ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়।

আজ শনিবার (৫ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে ৩৮৭ জন হজযাত্রী ছিলেন।

অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়ে। ফলে অন্য কোনো উড়োজাহাজ রানওয়ে ব্যবহার করতে না পারায় সকাল থেকে বিমানবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে সকাল ১১টা ২০ মিনিটে নিরাপদে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, আটকে পড়া উড়োজাহাজটি সরানোর কাজ চলাকালে একাধিক ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে হয়। কিছু ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায় বা অপেক্ষায় থাকে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে বলা হয়, ‘ফ্লাইট বিজি-১৩৮–এর যান্ত্রিক ত্রুটির ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। তবে যাত্রীদের সবাই নিরাপদে ছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

এদিকে রানওয়ে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অন্য ফ্লাইটের যাত্রীরা। তবে বিমানটি নিরাপদে সরিয়ে নেওয়ার পর দুপুরের দিকে ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি আইয়ুব গ্রেফতার
পরবর্তী নিবন্ধসাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই