চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাউজানের সাবেক ছাত্রদল নেতা ও রাউজান সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ছত্রিশ বছর বয়সি পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু কে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
গতকাল রবিবার দুপুরে সৌদি আরব থেকে দেশে ফেরার সময় তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিএমপি ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু রাউজান উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের খানখানাবাদ গ্রামের হাফেজ নুর মোহাম্মদের ছেলে। বাবুকে গ্রেপ্তারের বিষয়টি আজ সোমবার বিকেলে প্রকাশ্যে আসে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জামাল উদ্দিন খাঁন ও তদন্ত ওসি আরিফ রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ডবলমুরিং থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মমিনুল সুমন বলেন, চট্টগ্রামের এক কাস্টমস কর্মকর্তা বাদী হয়ে দায়ের করা মামলায় পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগ সম্বলিত স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে। তিনি রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সম্পাদক ছিলেন, সম্প্রতি তাকে রাউজান সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত করা হয়।
তিনি বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের অনুসারী হিসেবে পরিচিত।
এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “রাউজান থানার কোনো মামলায় তাকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়নি। এটি সিএমপির আওতাধীন কোনো মামলার বিষয়।”








