চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়। এর মধ্যে সিগারেট হচ্ছে ৩২৬ কার্টন ও নিষিদ্ধ ক্রিম আছে ৪৮ পিস। গতকাল সন্ধ্যায় কাস্টমস, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্স এর যৌথ অভিযানে এসব সিগারেট ও ক্রিম জব্দ করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ি, রাত ৮ টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ইউএস–বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস ৩৪৪ এর যাত্রী মো. রাকিবুল ইসলামের ব্যাগেজ তল্লাশি চালিয়ে সিগারেট ও নিষিদ্ধ ক্রিমগুলো জব্দ করা হয়। এর ফলে ১১ লাখ ৪১ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। আটককৃত সিগারেটের চালান ডিএম মূল্যে জব্দ করা হয়, যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে। এছাড়া প্রথমবার হওয়ায় আটককৃত যাত্রীকে মুচলেকাসহ মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।












