চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মো. জাকির হোসেন নামে এক দুবাইগামী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এনএসআইয়ের গোপন সোর্সের তথ্যের ভিত্তিতে এনএসআই এবং শুল্ক গোয়েন্দার যৌথ অভিযানে ওই যাত্রীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার ইউএই দিরহাম, ১৩ লাখ ৮০ হাজার টাকা। যার বাংলাদেশী মূল্য ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার মতো। আটক যাত্রী মো. জাকির হোসেনের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানাধীন রামগঞ্জ এলাকায়। তার পাসপোর্ট নং– অ০৩৩৩১৭২৫। থাকেন ঢাকা বংশাল শিক্কাটুলি এলাকায়।
গোয়েন্দা সূত্র জানায়, ঢাকা বিমানবন্দর থেকে বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টায় ইউএস বাংলা এয়ারলাইনসের দুবাইগামী ইঝ–৩৪৩ (ঢাকা–চট্টগ্রাম–দুবাই) আন্তর্জাতিক ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।
শুল্ক গোয়েন্দারা জানান, ওই যাত্রীকে বৈদেশিক মুদ্রাসহ এনএসআই কর্মকর্তারা বিমানের ভিতর থেকে আটক করেন। পরে তাকে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়। ওই যাত্রী প্রায় সময় মধ্যপ্রাচ্যে যাতায়াত করে থাকেন এবং পাচারকার্যে জড়িত।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ওই যাত্রীর কাছ থেকে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল, ৪৬ হাজার দিরহাম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।