চট্টগ্রাম বিভাগে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা

আসন্ন সংসদ নির্বাচন

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

খেলাফত মজলিস, চট্টগ্রাম বিভাগের সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে দলটির মতবিনিময় সভা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। খেলাফত মজলিস চট্টগ্রাম জোন পরিচালক অধ্যাপক এএসএম খুরশীদ আলমের সভাপতিত্বে ও চট্টগ্রাম জোনের সহকারী পরিচালকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সভায় ড. আহমদ আবদুল কাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রার্থীদের মধ্যে ফটিকছড়ি আসনে মাওলানা হাবিবুল্লাহ, সন্দ্বীপ আসনে মাওলানা দেলোয়ার হোসাইন, হাটহাজারী আসনে মুফতি শিহাবুদ্দিন, রাউজান আসনে হাকীম শিহাব উদ্দিন কামালী, রাঙ্গুনিয়া আসনে মুফতি আবুল কালাম আজাদ, পাঁচলাইশ আসনে মাওলানা ফৌজুল আজীম চৌধুরী, কোতোয়ালী আসনে অধ্যাপক এএসএম খুরশিদ আলম, চট্টগ্রাম১০(পাঁচলাইশ, ডবলমুরিং, পাহাড়তলী) আসনে মুহাম্মদ মাঈন উদ্দীন, চট্টগ্রাম ১১ (ডবলমুরিং, বন্দর, পতেঙ্গা) আসনে মাওলানা জালাল উদ্দীন, পটিয়া আসনে মাওলানা মাহবুবুর রহমান হানিফ, আনোয়ারাকর্ণফুলী আসনে মাওলানা আহমদুর রহমান, চন্দনাইশ আসনে মুফতি আবু তাহের তুরাবী, লোহাগাড়াসাতকানিয়া আসনে মাওলানা হেলাল উদ্দিন জিহাদী, বাঁশখালী আসনে অধ্যক্ষ মাওলানা হুমায়ুন আজাদ, কঙবাজার(চকরিয়াপেকুয়া) আসনে অধ্যাপক মুহাম্মদ ত্বোয়াহা, কঙবাজার(মহেশখালীকুতুবদিয়া) আসনে মুফতি আবু মুসা, কঙবাজার(কঙবাজার সদররামুঈদগাঁও) আসনে এড. মুহাম্মদ শায়খুল ইসলাম, কঙবাজার(উখিয়াটেকনাফ) আসনে মাওলানা মুহাম্মদ তাহের, বান্দরবান আসনে মাওলানা আসগর হোসাইন ও রাঙামাটি আসনে মো. আব্দুল আওয়ালের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশরিয়াহ মার্কেটের উন্নয়নের জন্য সিএসই’র সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধশ্রমিক ছাড়া উৎপাদন ও উন্নয়ন সম্ভব নয়