চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রাম মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিভাগীয় বিকেএফ কারাতে ড্যান পরীক্ষা। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম উক্ত ড্যান পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কারাতে পরীক্ষার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও উক্ত পরীক্ষার পরীক্ষক মোয়াজ্জেম হোসেন সেন্টু, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য ও পরীক্ষক শামসির আলম ভুঁইয়া, এ বি রনি। আরো উপস্থিত ছিলেন দিদার উদ্দিন, সরওয়ার খসরু, আবু মাসুদ, কাউসার আহমেদ, আরিফ চৌধুরী, সাজেদা আক্তার ও কাজী তারেক রাজন। চট্টগ্রাম বিভাগের অধীনে বিভিন্ন জেলা থেকে প্রায় ১২৬ জন পরীক্ষার্থী উক্ত ড্যান পরীক্ষায় অংশগ্রহণ করে।