চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা শুরু আজ

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল

| শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৪:৪৭ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রামে। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলোয়াড় পৌঁছে দেওয়াই এই টুর্ণামেন্টের মুল উদ্দেশ্য। আজ সকালে ১০ টায় বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ড. প্রকাশ কান্তি চৌধুরী। এই টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা ও চট্টগ্রাম মহানগর সহ মোট ১২টি দলের বালক বালিকা আলাদা আলাদা ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাছাইকৃত সেরা ১৮ জন নিয়ে বালক ও বালিকা দল গঠণ করা হবে এবং চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে তারা জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান একই স্টেডিয়ামে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআবার জাতীয় লিগের দ্বিতীয় স্তরে নেমে গেল চট্টগ্রাম বিভাগ
পরবর্তী নিবন্ধবনফুল ২য় বিভাগ ফুটবল লিগে সাউথ এন্ড ক্লাবের জয়