চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের এক সভা সমিতির কার্যালয়ে গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর ট্রাক কভার্ডভ্যান ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোহেল। সভা পরিচালনা করেন চট্টগ্রাম কভার্ডভ্যান অনার্স এসোসিয়েশনের মহাসচিব মোঃ আজিজুল হক। বক্তব্য রাখেন, চট্টগ্রাম ট্রাক কাভার্ডভ্যান মিনি ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোঃ মাসুদ, সাধারণ সম্পাদক মোঃ আলী মর্তুজা, মাঝির ঘাট ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ এম এ মূসা বাবলু, রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোঃ জাহিদুল আলম, সাধারণ সম্পাদক শংকর বড়ুয়া, পতেঙ্গা ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ হারুন, চট্টগ্রাম বিভাগীয় ট্রাং লরী মালিক সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন মাস্টার মোঃ আবুল কাশেম, অলি উদ্দিন হাওলাদার, ইব্রাহিম লালন, জহির উদ্দিন। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সড়ক পরিবহনের ৯৪ লক্ষ ছোট বড় গাড়ির মালিক ইন্টেরিম সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করছি। প্রেস বিজ্ঞপ্তি।