চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি–বার্ষিক নির্বাচন গত ২৭ মার্চ নগরীর লিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইউনিয়নের সদস্যরা বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নব নির্বাচিত কর্মকর্তারা হলেন, সভাপতি রবিউল মাওলা, কার্যকরী সভাপতি কাজী মনির আহমদ নিপু, সহ–সভাপতি মোহাম্মদ নাছের, মাহবুবুল হক বাবুল, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সহ–সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সহ–সাধারণ সম্পাদক মো. মিজান, কোষাধ্যক্ষ আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু ছিদ্দিক, দপ্তর সম্পাদক আহমদ শরীফ, প্রচার সম্পাদক মোহাম্মদ আজম, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মান্নান। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। নব নির্বাচিত নেতৃবৃন্দ ট্যাংকলরী শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












