চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমি আয়োজিত ১৮তম আঞ্চলিক উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। একাডেমির মহাপরিচালক সজিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন একাডেমির প্রেসিডিয়াম সদস্য আবসার মাহফুজ। প্রধান অতিথি ছিলেন একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক হাসিনা আক্তার, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট ও একাডেমির প্রেসিডিয়াম সদস্য জান্নাতুল ফেরদৌস, সদস্য এম.এ জলিল, ফাইনান্সিয়াল ডাইরেক্টর জহির উদ্দিন বাবর, প্রোগ্রাম ডিরেক্টর এরশাদুল আলম, আইটি সেক্রেটারির সুমন দাশ, কার্যনির্বাহী সদস্য হুমাইরা জান্নাত সাকি, সুলতানা আক্তার সীমা ও ফিরোজা বেগম ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান। প্রতিযোগিতায়, ৬১টি ইভেন্টে প্রায় ২৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চ্যাম্পিয়নশিপ পরিচালনার দায়িত্বে ছিলেন মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান সিফাত, সামাইতা ইসলাম, ইবতিসাম উদ্দিন, কামরুজ্জামান তালহা, মাইশা আফরোজ। সাতজন শিক্ষার্থী ব্ল্যাক বেল্ট ১ম ড্যান দেওয়া হয়, ৩৭তম ব্ল্যাক বেল্টধারী হলেন ফাতিমা বিনতে সাউদ, ৩৮তম ফারহাত লামিসা অবন্তী, ৩৯তম নিশাত নাওয়ান সাদিয়া, ৪০তম হুমাইরা নাজিফা বুশরা, ৪১তম এস.এ মিরাজ, ৪২তম আনসারা বিনতে আহমেদ, ৪৩তম ইফাজ মাহমুদ সিয়াম। এছাড়া ঢাকায় অনুষ্ঠিত ৯ম সিতেরিউ কারাতে দো উন্মুক্ত বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ পদকপ্রাপ্ত ১১টি স্বর্ণপদক, ৮টি রৌপ্য ও ১৫ জন ব্রোঞ্জ পাওয়া খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।












