চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির পুরস্কার বিতরণ

| সোমবার , ২ নভেম্বর, ২০২০ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমীর (সিডিকেএ) উদ্যোগে আন্তর্জাতিক খেলোয়াড়দের পুরস্কার বিতরণ এবং নারী ও শিশুদের বিনামূল্যে আত্মরক্ষার কৌশল শিখানো বিষয়ক সেমিনার গত ৩০ অক্টোবর নগরীর হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক সজিব উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমীর প্রধান নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন খান। প্রধান আলোচক ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আরফান উল্লাহ চৌধুরী আপেল। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী, সিডিকেএ’র কমিশনার সোহেল আক্তার খাঁন, যুগ্ম সম্পাদক এম জলিল, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. শাহরাজ চৌধুরী। বক্তব্য রাখেন একাডেমির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, একাডেমির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল খান প্রমুখ।
সেমিনার শেষে কোভিড-১৯ ইন্টারন্যাশনাল ই-কাতা চ্যাম্পিয়নশিপের পদক প্রদান করা হয়। স্বর্ণপদক প্রাপ্তরা হলেন : মোহাম্মদ মহিউদ্দিন ইফাজ, মেরাজুল মোকাররম আদি, মো. মেহেদী হাসান, সোহানা পারভীন, মুশশারাত সাবিহা অদ্রি। রৌপ্যপদক প্রাপ্তরা হলেন : সাদিকা জাবীন, ফাইরোজ তাজোয়ার। তাম্যপদক প্রাপ্তরা হলেন : হাসনাইন তাইসির, উম্মে সালমা উর্মি, ইবতিসাম উদ্দিন। উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির দুই ছাত্র মুহিউদ্দীন ও মেরাজুল মোকাররম ১১টি দেশের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় যথাক্রমে ৩য় ও ৪র্থ স্থান অর্জন করেন। আন্তর্জাতিক ব্ল্যাক বেল্ট ই-কাতা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ১২ জনের মধ্যে চট্টগ্রাম থেকে স্বর্ণপদক লাভ করেন মোহাম্মদ মহিউদ্দিন ও নাজমুল খায়ের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভেটারেন ফুটবলের সেমিফাইনালে চট্টগ্রাম মাস্টার্স ক্লাব ও সিএস স্পোর্টস
পরবর্তী নিবন্ধদশ মাস পর শিষ্যদের নিয়ে মাঠে জেমি ডে