চট্টগ্রাম বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা কলেজ। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় মাটিরাঙ্গা কলেজ টাইব্রেকারে খাগড়াছড়ির পানছড়ি কলেজকে পরাজিত করে। এবার খাগড়াছড়ির দুটো দলই খেলেছে ফাইনালে খেলেছে। গতকাল খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়। ড্র থাকায় টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। এতে মাটিরাঙ্গা কলেজ, খাগড়াছড়ি টাইব্রেকারে ৫–৪ গোলে পানছড়ি কলেজ, খাগড়াছড়িকে পরাজিত করে বিভাগীয় পর্যায়ে সেরা হবার সম্মান অর্জন করে। গত ১৮ ডিসেম্বর ২২টি জেলার কলেজ দল নিয়ে এই টুর্নামেন্টের খেলা শুরু হয়েছিল। গতকাল ২৪ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ের এই টুর্নামেন্ট শেষ হলো। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রলালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম এর বাস্তবায়নে এই চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। গতকাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম (সার্বিক) নুসরাত সুলতানা। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম এস এম গিয়াসউদ্দিন বাবর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মোরশেদ ফরহাদ, অধ্যক্ষ মাটিরাঙ্গা কলেজ প্রদীপ কুমার দাশ, অধ্যক্ষ পানছড়ি কলেজ নাজিম উদ দৌল্লা সহ সংশ্লিষ্ট কর্মকতারা।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মাটিরাঙ্গা কলেজকে ট্রফিসহ প্রাইজমানি হিসেবে ৩৫,০০০ টাকা দেয়া হয়। রানার্স আপ দল পানছড়ি কলেজকে ট্রফিসহ প্রাইজমানি হিসাবে ২৫,০০০ টাকা প্রদান করা হয়। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন মাটিরাঙ্গা কলেজের আসাদ ভূঁইয়া। ফাইনালের সেরা খেলোয়াড় হন মাটিরাঙ্গা কলেজের গোলরক্ষক মেহেদী হাসান। সর্ব্বোচ গোলদাতার পুরস্কার লাভ করেন মাটিরাঙ্গা কলেজের জনি বাবু মারমা। তাদের সবাইকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ প্রাইজমানি তুলে দেন। বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল দুটি এরপর ঢাকায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করবে।












