চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভা

| সোমবার , ২৬ আগস্ট, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের জরুরি সভা বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় গত ২৪ আগস্ট অনুষ্ঠিত হয়। সভায় বন্যা আক্রান্ত চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের ত্রাণ বিতরণ ও ত্রাণের ব্যবস্থা করার জন্য একটি ত্রাণ উপ কমিটি বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইদ্রিস মিয়াকে আহ্বায়ক এবং সহ সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যানকে সদস্যসচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ. ম জামাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইদ্রিস মিয়া, সহ সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, জামাল উদ্দিন, শাহনেওয়াজ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, মো. হারুন, সাংগঠনিক সম্পাদক মো. আলী, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক এডভোকেট মো. ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, সদস্য ডা. মহসিন খান তরুন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী ৩১ আগস্টের মধ্যে ত্রাণ সংক্রান্ত টাকা সংগ্রহ করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হইবে। শ্রমিক দলের ত্রাণ কার্যক্রমে শুভাকাঙ্খী, বিভিন্ন জেলার বেসিক ইউনিয়ন কার্যকরি কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সহানুুভূতিশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতা করতে ইচ্ছুক হলে তা গ্রহণ করা যাবে। সভা শুরুতে বন্যা কবলিত এলাকায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় ঘুচে যাবে বন্যাকবলিত মানুষের হাহাকার
পরবর্তী নিবন্ধশিক্ষাপ্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না : উপদেষ্টা