আগামী ১০ থেকে ১৩ নভেম্বর ফিরতি ম্যাচ পশ্চিমবঙ্গ বধির সংঘ কলকাতা দলের বিপক্ষে এসোসিয়েশনের সাথে প্রথমবারের মত চট্টগ্রামের মাটিতে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ইন্দো–বাংলা বধির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উভয় দল ১টি ওয়ানডে, ২টি টি–২০ ম্যাচ খেলবে। এ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগে খেলোয়াড় বাছাই করে। গতকাল শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোর কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বাছাই পর্বে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে ৪০ জন খেলোয়াড় অংশ নেন। সেখান থেকে চূড়ান্ত করা হয় ১৫ জনকে। বাছাইপর্বে উপস্থিত ছিলেন বিসিবি কোচ মো. ফারুক হোসাইন টিটু, এসোসিয়েশনের কোচ কাজী শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম ফরিদ।
.