দুই দিনব্যাপী চট্টগ্রাম ও কক্সবাজারের যুব ট্রেড ইউনিয়ন সংগঠকদের নিয়ে চট্টগ্রাম সী ওয়ার্ল্ড রিসোর্টে আয়োজিত যুব শিক্ষা শিবির সম্পন্ন হয়েছে। শিবিরে চট্টগ্রাম থেকে ২৫ জন এবং কক্সবাজার থেকে ৬ জন যুব ট্রেড ইউনিয়ন সংগঠক অংশগ্রহণ করেন। শিক্ষা শিবিরের উদ্বোধনী সভা ১০ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। বিলস–এলআরএসসি সেন্টার কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং হাসিবুর রহমান বিল্পব ও জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় উদ্বোধন করেন বিলস–আইএলও প্রকল্প স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নইমুল আহসান জুয়েল। স্বাগত বক্তব্য দেন বিলসের পরিচালক কোহিনুর মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, শহিদুল্লাহ বাদল, নাসরিন আক্তার ডিনা, আশীষ আচার্য্য প্রমুখ।
শিক্ষা শিবিরের প্রথম দিন চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক গঠন, অর্জন ও চ্যালেঞ্জ, কক্সবাজার যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক গঠন, অর্জন ও চ্যালেঞ্জ এবং বেসিক আইটি ও সফট স্কিল মূলশিক্ষণ ও ট্রেড ইউনিয়নের জন্য প্রয়োজনীয়তা শীর্ষক তিনটি উপস্থাপনা এবং ন্যুনতম মজুরি নয়, প্রয়োজন বাঁচার মত মজুরি– শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় দুই পক্ষের ১০ জন অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিন, অফিস ব্যবস্থাপনা ও অর্থনৈতিক ব্যবস্থাপনা বিষয়ে শিখন ও ট্রেড ইউনিয়নের প্রয়োজনীয়তা এবং জাস্ট ট্রানজিশন ও শিপব্রেকিং ইন চট্টগ্রাম–শীর্ষক উপস্থাপনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অংশগ্রহণকারীরা ৬টি দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম ও কক্সবাজারে আগামী এক বছরের যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের বিভিন্ন ইস্যু ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি ও উপস্থাপন করেন। প্রকল্প স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নাইমুল আহসান জুয়েলের সভাপতিত্বে এবং বিলস কর্মকর্তা ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সমাপনী সভায় বক্তব্য প্রদান করেন তপন দত্ত, এ এম নাজিম উদ্দিন এবং চট্টগ্রামের বিভিন্ন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।