প্রায় পাঁচ মাস পর গঠিত হলো চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটি। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে পদাধিকার বলে বিভাগীয় কমিশনার সভাপতির দায়িত্ব পালন করবেন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের উপ পরিচালক। জাতীয় ক্রীড়া পরিষদের ঘোষিত ফরম্যাট অনুযায়ী সাত সদস্য বিশিষ্ট এই কমিটির বাকি পাঁচজন হলেন সর্বজন শ্রদ্ধেয় ক্রীড়া অনুরাগী কোটায় মির্জা সালমান ইস্পাহানী। ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তিত্ব কোটায় সৈয়দ আবুল বশর। খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক কোটায় মো. হাফিজুর রহমান। ছাত্র প্রতিনিধি কোটায় ইয়াসির আরেফীন চৌধুরী। আর ক্রীড়া সাংবাদিক কোটায় শাহনেওয়াজ রিটন। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ২০২৪ সালের ২১ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সবগুলো বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থা ভেঙ্গে দেওয়া হয়। পরবর্তীতে একই বছরের ২৭ আগস্ট আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া সংস্থা সমূহের এডহক কমিটির গঠনের ফরম্যাট ঘোষনা করে জাতীয় ক্রীড়া পরিষদ। অবশেষে দীর্ঘ সময় পর হলেও শেষ পর্যন্ত গঠিত হলো চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সে এডহক কমিটি।