চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামস্থ বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা মেইন প্রবেশ গেইটের তালা কেটে অফিসে ঢোকে। গত ২৯ তারিখ রাতে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা অফিসের সবকয়টি লকারের তালা ভেঙ্গে প্রায় ৬০,০০০ নগদ টাকা চুরি এবং ফাইলপত্র তছনছ করে বেশ কিছু কাগজপত্র নষ্ট করে। এবিষয়ে কোতোয়ালী থানায় অভিযোগ করা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।