বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় কক্সবাজার জেলা রোভারের ব্যবস্থাপনায় আয়োজিত কোর্স ফর রোভার মেটের মহা তাঁবুজলসা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম, কক্সবাজার জেলা রোভারের কমিশনার এহেসান হেলালী, কক্সবাজার জেলা রোভারের সহ–সভাপতি মো. ওমর ফারুক, সাংবাদিক তোফায়েল আহমদ। মহা তাঁবুজলসায় সভাপতিত্ব করেন সাতকানিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী এলটি। প্রশিক্ষকদের মধ্যে মোহাম্মদ রুহুল আমীন খান, অধ্যক্ষ মো. নাজিম উদ্দীন, আব্দুল হামিদ, জয়নাল আবেদীন, শাহেদা সুলতানা, নাজনীন সুলতানা, মোহাম্মদ খালেদুর রহমান, এস এম হাবিব উল্লাহ হিরু উপস্থিত ছিলেন। ইয়েল প্রদান করেন আ ন ম আজগর হোসাইন, মো. নুরুল আমিন, আশফাকুর রহমান, মো. তামজিদুল ইসলাম। তাঁবু জলসায় রোভারদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কোর্সে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে ৫১ জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।