চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির সেমিনার ও বেল্ট বিতরণী অনুষ্ঠান

| সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

সাগরিকাস্থ নগরীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির প্রথম এডভান্স লেভেল বেসিক সেমিনার ও বেল্ট বিতরণী অনুষ্ঠান। নগরীর ২১টি প্রতিষ্ঠানের মোট ১৭৯ জন খেলোয়াড়কে নিয়ে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। একাডেমির প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক সজিব উদ্দিনের সঞ্চালনায় এবং একাডেমির কমিশনার সোহেল আক্তার খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন একাডেমির কার্যনির্বাহী সদস্য জহির উদ্দিন বাবর, মোহাম্মদ এরশাদ আলম ও মো. জয়নাল আবেদীন। সেমিনার শেষে বেল্ট প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কারাতে কমিটির চেয়ারম্যান শাহজাদা আলম। অনুষ্ঠানে ১২ তম ব্ল্যাক বেল্ট হোল্ডার ফারিহা আক্তার তমা ও ১৩ তম ব্ল্যাক বেল্ট হোল্ডার আহমেদ রেফাই খান সহ মোট ১৫০ জন শিক্ষার্থীদের নতুন বেল্ট পরিয়ে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধস্কুল হকি লিগের সুপার থ্রি পর্বে জে.এম.সেন
পরবর্তী নিবন্ধফখর জামানের জন্য ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা পিসিবির