চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

উদ্বোধনী ম্যাচে বান্দরবান হারালো রাঙ্গামাটিকে

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রাঙামাটি মারী স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় রাঙামাটি ও বান্দরবান জেলা। খেলায় বান্দরবান জেলা ১০ গোলে রাঙামাটি জেলাকে হারিয়ে শুভসূচনা করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন শৈমিং চিং। এর আগে বিকাল সাড়ে ৩টায় মারী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন। রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহর সভাপতিত্বে এ সময় টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শারমিন জাহান, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শাহনেওয়াজ রিটন উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলা পরিচালনা করেন সাবেক ফিফা রেফারী রাঙামাটির জয়া চাকমা।

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের টেবিল টেনিস টুর্নামেন্টের সমাপনী
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে তিন স্পিনার নিয়ে খেলার ভাবনায় দলে তানভির