চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৫ ফেব্রুয়ারি

| শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

অবশেষে মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট । বিভাগের ১১ টি জেলা ২ টি জোনে ভাগ হয়ে অংশ নিচ্ছে এতে। জোনের খেলা অনুষ্ঠানের জন্য প্রাথমিকভাবে চট্টগ্রাম ও কুমিল্লা ভেন্যু নির্বাচন করা হয়। উভয় জোন চ্যাম্পিয়ন পরবর্তীতে ফাইনাল খেলবে চট্টগ্রামে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) চট্টগ্রাম ও বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সাংগঠনিক কমিটির আহবায়ক শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সব সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের গৃহীত কর্মসূচি তারুণ্যের উৎসব উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় টুর্নামেন্টের সার্বিক দিক তুলে ধরেন টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্য সচিব শাহনেওয়াজ রিটন। এতে অংশ নেন জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দিন, সদস্য সৈয়দ আবুল বাশার, মো. হাফিজুর রহমান, ইয়াসির আরেফিন চৌধুরী এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। এছাড়া সভায় জুমে যুক্ত হন টুর্নামেন্ট কমিটির সদস্য ১১ জেলার জেলা প্রশাসক ও তাদের প্রতিনিধিবৃন্দ।

ক’ জোনে রয়েছে চট্টগ্রাম, কঙবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। ‘খ’ জোনে রয়েছে কুমিল্লা, বিবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী। এ সময় লটারির মাধ্যমে খেলার ড্র অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী ‘ক’ জোনে প্রথম খেলা রাঙ্গামাটি বনাম বান্দরবান এবং দ্বিতীয় খেলা চট্টগ্রাম বনাম খাগড়াছড়ির মধ্যে অনুষ্ঠিত হবে। অন্যদিকে ‘খ’ জোনে প্রথম খেলা নির্ধারিত হয় বিবাড়িয়া বনাম চাঁদপুর এবং দ্বিতীয় খেলা লক্ষীপুর বনাম ফেনী। এর পরের ম্যাচ কুমিল্লা ও নেয়াখালীর মধ্যে অনুষ্ঠিত হবে। সভায় টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আলাদা আলাদা জোনে আলাদা আলাদা ভেন্যু কমিটি গঠন ছাড়াও খেলা পরিচালনার জন্য একটি উপবিধিমালা অনুমোদন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের সবচাইতে মিতব্যয়ী বোলিং শরীফুলের
পরবর্তী নিবন্ধপটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে কালারপোল ক্রীড়া সংস্থা