প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রাউজানে চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রে দিনব্যাপী হাতে–কলমে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে। গতকাল বুধবার বিভাগের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. জসিম উদ্দিন, অপারেশন ম্যানেজার ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, সহকারী প্রকৌশলী আব্দুল হাই ভূঁইয়া। এই ইন্ডাস্ট্রিয়াল প্রশিক্ষণে শিক্ষার্থীদের বয়লারের অপারেশন, তার বাইরে বিভিন্ন দিক, স্টিম টারবাইনের অপারেশন ও স্টিম জেনারেটরের অপারেশন, বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের বিভিন্ন অপারেশন সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও বিদ্যুৎ কেন্দ্রের অদূরে অবস্থিত জাতীয় গ্রিট সাবস্টেশনের বিভিন্ন অপারেশন ও বিভিন্ন দিক দিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রশিক্ষকরা।
শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ কর্মশালায় বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন অংশের অপারেশন নিয়ে হাতে–কলমে শিক্ষা অর্জন করে। চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে এই কর্মশালার সমন্বয় করেন সহকারী প্রধান প্রকৌশলী আফরোজা আক্তার এবং সহকারী প্রকৌশলী ফারহানা বিনতে কামরুল। প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুদ্দিন মুন্না এবং প্রভাষক সুজন চৌধুরী কর্মশালায় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।