চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)তে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক–কর্মকর্তাদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ এপ্রিল সিবিইউএফটির হল রুম–১ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিবিইউএফটির ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি থেকে ফ্যাকাল্টি মেম্বারের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিশদ আলোচনা করেন ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম। এছাড়া ড. ওবায়দুল করিম বিশ্ববিদ্যালয়ের পাঠদান পদ্ধতি, পরীক্ষণ, মূল্যায়ন পদ্ধতি, নিজস্ব স্বকীয়তার বিকাশ, গবেষণা কার্যক্রম ইত্যাদি অপরিহার্য বিষয়সমূহের প্রতি আলোকপাত করেন।
সিবিইউএফটি কোয়ালিটি এসুরেন্স সেলের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ওবিএ লার্নিং, ইফেকটিভ লার্নিং অ্যান্ড টিচিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত অবহিত করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (সিবিইউএফটি) আইকিউএসি ডিরেক্টর, ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধানগণসহ নবাগত শিক্ষকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।