চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) তিন দিনব্যাপী ভর্তি মেলা–২০২৫ গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। নগরীর খুলশীতে অবস্থিত বিজিএমইএ ভবনে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন সিবিইউএফটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত ৫টি প্রোগ্রাম এই জনপদের শিক্ষার্থীদের কর্মমুখী বাস্তব শিক্ষার দ্বার উন্মুক্ত করেছে। আরও কয়েকটি প্রোগ্রাম অতি শীঘ্রই বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে শুরু হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। এ সময় সিবিইউএফটির ডিন, ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে সকাল প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টায়। ভর্তি মেলা–২০২৫ উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোন ভর্তি ফি লাগবে না। টিউশন ফির উপর রয়েছে আকর্ষণীয় ওয়েভার। মেলায় ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রস্তুতকৃত বিভিন্ন ধরনের ফ্যাশন ও ডিজাইন প্রদর্শনী। দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্প সংশ্লিষ্ট নানাবিধ তথ্যাদিও রয়েছে এই মেলায়। প্রেস বিজ্ঞপ্তি।