চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে সেমিনার

| সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) ‘Challenges of Draping and Drafting Method in Fashion Industry’ র্শীর্ষক সেমিনার গতকাল রোববার অনুষ্ঠিত হয়। সিবিইউএফটি ডিন মো. মশিউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ফ্যাশন ডিজাইন বিভাগীয় প্রধান সাদিয়া আলম। বাংলাদেশের গার্মেন্টস ও ক্লদিং ইন্ডাস্ট্রিতে ফ্যাশন ডিজাইনিংয়ের ভূমিকা ও গুরুত্ব বর্ণনা করে এই শিল্পের বিকাশে ড্র্যাপিং ও ড্রাফটিং এর নানাবিধ চ্যালেঞ্জ ও সম্ভাবনাসমূহ তিনি তুলে ধরেন। সেমিনারে শিক্ষকশিক্ষার্থৗসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত রুখে দেয়া হবে
পরবর্তী নিবন্ধএমদাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আহরণ শিক্ষক সভা